প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন । বুধবার ১৩ জুলাই একথা জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে ।
তিনি জানান, সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে । বর্তমানে শ্রীলঙ্কার যাবতীয় ঘোষণা পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসছে।
বুধবার ১৩ জুলাই সকালে দেশ ছেড়ে সস্ত্রীক মালদ্বীপে গোতাবায়া পৌঁছান । মালদ্বীপের সরকারি কর্মকর্তারা ভেলানা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে ১৯৪৮ সালের স্বাধীনতার লাভের পর ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থায় পড়ে । দেখা দেয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি । এমন পরিস্থিতিতে আন্দোলন শুরু হয় শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের গঠন করা সরকার পতনের জন্য । আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছালে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতেও আন্দোলনকারীরা আন্দোলন করতে থাকেন। গেল শনিবার আন্দোলনকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। আন্দোলনকারীদের কাছ থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাসভবন থেকে পালিয়ে আশ্রয় নেন নৌবাহিনীর একটি ঘাঁটিতে ।
মঙ্গলবার গভীর রাতে কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে সস্ত্রীক গোতাবায়া দেশ ছাড়েন।
মাহফুজা ১৩-৭