মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন । এতে আরও একজন আহত হয়েছেন ।
বুধবার (১৩ জুলাই, ২০২২) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, পিকআপ চালক ছাদ্দাম ও তার সহকারী খাইরুল।
দুর্ঘটনার তথ্য রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আম বোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিলেন এবং সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় রাজৈর পৌর ভবনের সামনে আসলে বাস-পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহকারী মারা যান।