বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েছেন । বিক্ষোভকারীদের দাড়িয়ে থাকতে দেখা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যালকনিতে। বুধবার ১৩ জুলাই বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ ঠেকাতে পারেনি। তবে রনিল বিক্রমাসিংহে সেখানে ছিলেন না ।
সকালে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহ। । একইসঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দেন।
দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহেকেও পদত্যাগ করার দাবি জানান বিক্ষোভকারীরা।
রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় বলে জানায় শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।
মাহফুজা ১৩-৭