২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত

    দিনাজপুর সদর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন তিন জন । এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন ।

    নিহতরা হলেন, দিনাজপুর সদরের সুইহারী এলাকার কপিল বসাকের ছেলে বর্ণ বসাক (২২), মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩), কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।

    মঙ্গলবার (১২ জুলাই, ২০২২) রাত সাড়ে ১১টার দিকে নশিপুরের সাত মাইল বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বুধবার (১৩ জুলাই,২০২২) সকালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাপ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দশমাইল থেকে প্রাইভেটকারে করে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় সাত মাইল মোড়ে আসলে প্রাইভেটকারে চালক নিয়ন্ত্রণ হারলে প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর