৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টস জিতে ফিল্ডিয়ে বাংলাদেশে ,টাইগার একাদশে একটি  পরিবর্তন

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। গায়ানায় ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে অধিনায়ক তামিম ইকবাল ।  একাদশের স্পিন শক্তি বাড়াতে ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতকে। আজকের ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

    অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে জোড়া পরিবর্তন। তারা অ্যান্ডারসন ফিলিপ ও জেডন সিলসের জায়গায় নিয়েছে কেমো পল এবং আলজারি জোসেফকে।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কেমো পল, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর