২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন । এবার রাজনৈতিক সংকট এড়াতে শ্রীলঙ্কা নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তারিখ ঠিক করেছে ।

    সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন।

    মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ১৫ জুলাই থেকে ফের পার্লামেন্ট অধিবেশনে বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

    এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

    তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে সবাই একমত হয়েছে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

    খাবারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতির কারণে মার্চে বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের জেরে মাহিন্দা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু বিক্ষোভ এতে থামেনি। বিক্ষোভকারীরা চাইছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে। গোতাবায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

     

    সূত্র: বিবিসি

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর