শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে চাইলে পারছেন না। প্রথম বিমান যোগে পালানোর জন্য বিমান বন্দর যান। কিন্তু সেখান দিয়ে পালাতে পারেননি। এরপর নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।
এরই মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ পত্রে সই করে সরকারি এক কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।
জমা হলেই শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার তার পদত্যাগের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীকে নিয়ে আরব আমিরাতে যেতে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পর কলম্বো বিমান বন্দরে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ।কিন্তু বিমানবন্দরের ভিআইপি লঞ্জের কাস্টমস কর্মকর্তারা সরে পড়েন। ফলে সারারাত বসে থেকেও বিদেশে যাওয়ার অনুমোদন পাননি তিনি।
এনডিটিভি আরও জানিয়েছে, বিমানবন্দরে চরম অপমানিত হওয়ার পর মঙ্গলবার নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।