১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

     শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করতে চাইলেও পারলো না

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে চাইলে পারছেন না। প্রথম বিমান যোগে পালানোর জন্য বিমান বন্দর যান। কিন্তু সেখান দিয়ে পালাতে পারেননি। এরপর নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।

    এরই মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ পত্রে সই করে সরকারি এক কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।

    জমা হলেই শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার   তার পদত্যাগের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীকে নিয়ে  আরব আমিরাতে যেতে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পর  কলম্বো বিমান বন্দরে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।   ।কিন্তু বিমানবন্দরের ভিআইপি লঞ্জের কাস্টমস কর্মকর্তারা সরে পড়েন। ফলে সারারাত বসে থেকেও বিদেশে যাওয়ার অনুমোদন পাননি তিনি।

    এনডিটিভি আরও জানিয়েছে, বিমানবন্দরে চরম অপমানিত হওয়ার পর মঙ্গলবার নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর