ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, তিনদিন কোরবানী করা যায়। বাংলাদেশে বেশির ভাগ মানুষই প্রথম দিন কোরবানী দিয়ে থাকে। তবে দ্বিতীয় দিনেও কোরবানী দিতে দেখা যায়। তবে প্রথম দিনের তুলনায় তা অনেক কম।
সোমবার (১১ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি করতে দেখা গেছে।
পুরান ঢাকার অনেকে পারিবারিক ঐতিহ্য রক্ষায় আজও কোরবানি দিচ্ছেন। কেউ আবার ব্যবসা, কাজের চাপ বা কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারা আজ কোরবানি দিচ্ছেন। দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যা পুরান ঢাকায় বেশি। তবে রাজধানীর ফার্মগেট, সেন্ট্রাল রোড, আজিমপুর, ধানমন্ডি এলাকায়ও আজ সকালে কোরবানি দিতে দেখা গেছে।
রামপুরার ওমর আলী লেনের সেবাবহান বলেন, বিভিন্ন বাজার খুঁজে মন মতো গরু পাইনি। অবশেষে আফতাব নগর হাট থেকে গরু কিনেছি ঈদের আগের দিন রাতে। ঈদের দিন কসাই পাইনি। আজকের জন্য কসাই পেয়েছি। যেহেতু ঈদের পরের দুই দিনও কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে, তাই আজ কোরবানি দিচ্ছি।