৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে

    মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। শুক্রবার ৮ জুলাই বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা যান তিনি । এ তথ্য নিশ্চিত করেছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ।

    মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায় জাপানের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচারাভিযানে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময়  তিনি অজ্ঞান হয়ে যান।  কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

    পুলিশ আটক করেছে সন্দেহভাজন এক হামলাকারীকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে । ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

    জাপানকে মূল্যস্ফীতির চক্র থেকে বের করতে বড় ভূমিকা ছিল শিনজো আবের। শিনজো আবের ক্ষমতাগ্রহণের সময় চীনের সঙ্গে জাপানের বিরোধপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘদিনের, উন্নতি ঘটে এ পরিস্থিতির সুদক্ষ কৌশলে ।

    জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে।তিনি প্রথম দফায় ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন । এরপর ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর শক্ত হাতে দেশ চালিয়েছেন আবে। অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ।

    মাহফুজা ৮-৭

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর