২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রাজ বাব্বরের ২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা

    বলিউড অভিনেতা ও কংগ্রেস নেতা রাজ বাব্বরের ২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হয়েছে ।  নির্বাচন কর্মকর্তাকে হেনস্থা করার অপরাধে বৃহস্পতিবার তাকে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশের একটি আদালত। খবরটি জানায়  টাইমস অব ইন্ডিয়া।

    বিচারক সরকারি কাজে বাধা দেয়ায় বাব্বরকে একইসঙ্গে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন ।

    রাজ বাব্বর ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে লাখনৌ থেকে সমাজবাদী পার্টির পক্ষে লড়ছিলেন । তার প্রতিপক্ষ ছিলেন অটলবিহারী বাজপেয়ী। বাব্বর সে  সময় এক নির্বাচন কর্মকর্তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন।

    ওই নির্বাচন কর্মকর্তা  ১৯৯৬ সালের ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বাব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল, বাব্বর ও তার সঙ্গীরা পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন।  অপদস্ত করা হয় পোলিং এজেন্টকে। তার নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই কর্মকর্তা। এত বছর ধরে এ মামলা চলার পর বৃহস্পতিবার বিচারক যখন সাজা শোনান  তখন আদালতেই বাব্বরউপস্থিত ছিলেন ।

    মাহফুজা ৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর