আবার পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। সব সমালোচনা এড়িয়ে বৃহস্পতিবার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ।
বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর এক হাজার লিটার পানির দাম হবে ৪২ টাকা বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে । সেপ্টেম্বর থেকে এ দামের সঙ্গে অতিরিক্ত যুক্ত হবে ৫ শতাংশ ।
পানির দাম বাড়ানো সম্পর্ক ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে মহাসচিব দীপ আজাদ বলেন, পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে ।
এ নিয়ে পানির দাম গত ১৪ বছরে অন্তত ১৫ বার বাড়ানো হলো। ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর দুই দফায় বাড়ানো হয়েছিল পানির দাম । এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা বা ৩১ শতাংশ আর ৪ টাকা ৯৬ পয়সা বা ১৩ শতাংশ বাণিজ্যিকে বেড়েছিল ।
মাহফুজা ৮-৭