২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

    ব্রাহ্মণবাড়িয়ায় রাজু ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত ট্রেনে কাটা পড়ে হয়েছেন।

    বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

    রাজু ইসলামের পূর্ব নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান নিহতের স্ত্রী সোহাগী আক্তারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে রাজু বাড়ি থেকে বাইরে যান। সকালে তার মোবাইল নম্বরে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

    তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে রাজু নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর