কলকাতা পুলিশ বাংলাদেশের সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে গ্রেফতার করেছে । ভারতের বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করা হয় ।
অনন্ত বিজয় দাসকে খুন করা হয় ২০১৫ সালের ১২ মে । তারপরই ফয়সাল পালিয়ে যায় ভারতে ।
জুন মাসের শুরুর দিকে ফয়সালের খোঁজ পান বাংলাদেশের গোয়েন্দারেএবং মোবাইল নম্বরও ভারতের পুলিশকে দেন। এরপর কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স মোবাইল ট্র্যাক করে বেঙ্গালুরুতে খুঁজে পায় তাকে।
গেল ১ জুলাই তাকে গ্রেফতার করে ৩ জুলাই কলকাতায় আনা হয়। কলকাতা পুলিশের কাছে জেরার মুখে আসামে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেও অনন্ত বিজয়ের হত্যায় জড়িত থাকার দায় এড়িয়ে গেছে ফয়সাল। তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবিজানায় সে।
পুলিশ জানায় , বরাক উপত্যকায় আল কায়দার আসাম মডিউলকে শক্তিশালী করার দায়িত্ব ছিল ফয়সালের ওপর। ফয়সলকে এবার বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়া হতে পারে।
পাওয়া গেছে ফয়সলের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট। সেখানে মিজোরামের ঠিকানা রয়েছে এবং ভোটার কার্ড রয়েছে শিলচরের। শাহিদ মজুমদার নামে বেঙ্গালুরুতে সে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল।
মাহফুজা ৬-৭