৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রযোজক দীপক মুকুট ‘ধাকড়’ সিনেমায় লগ্নি করে সর্বশান্ত?

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত এর  সর্বশেষ সিনেমা ‘ধাকড়’। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। প্রযোজক দীপক মুকুট এই সিনেমায় লগ্নি করে নাকি এখন সর্বশান্ত হয়েছেন বলে  শোনা যাচ্ছে।

    ১০০ কোটি টাকা ছিলো ‘ধাকড়’ সিনেমার বাজেট।  কিন্তু অ্যাকশন ঘরানার এই সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছে ১০ কোটিরও কম । ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়  বক্স অফিসে ‘ধাকড়’ সিনেমাটি ব্যর্থ হওয়ায় দীপক আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন । সিনেমাটি প্রযোজনা করে সর্বশান্ত তিনি।  অফিসও বিক্রি করে দিয়েছেন ধার  শোধ করার জন্য।

    তবে দীপক মুকুট বলেন, ‘চারদিকে গুঞ্জন রটছে এবং এগুলো একদম বাজে কথা। আমি তুলে নিতে পেরেছি বেশিরভাগ টাকাই।

    তিনি বলেন ,  সিনেমাটি খুব ভালোভাবে বানানো হয়েছে। জানি না ভুলটা কোথায়। কিন্তু আমরা খুশি এ রকম একটি সিনেমা নির্মাণ করে।  দর্শকরাই  নির্ধারণ করবেন  তারা কোন সিনেমা পছন্দ করবে।

    মাহফুজা ৬-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর