২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুরে মা-মেয়ের মৃত্যু ট্রাকচাপায়

    দিনাজপুর সদর উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে ট্রাকচাপায়।

    বুধবার (৬ জুলাই) ভোর রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। বিউটি আক্তার দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা মহেশপুর গ্রামের হোসাইনের স্ত্রী।

    দিনাজপুর সদর কোতুয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ভোর রাতে মেডিক্যাল কলেজ হাসপতালের সামনে একটি ট্রাক মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের লাশ মেডিক্যাল কলেজ হাসপতালে রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর