বঙ্গ সম্মেলন বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। এর শুভেচ্ছাদূত হয়ে খবরের শিরোনাম হলেন শাকিব খান। মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে গেল ২ জুলাই ৪২তম বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হলেও সেখানে উপস্থিত হননি শাকিব খান। যা জন্ম দিয়েছে আলোচনার।
টাকা পয়সার বনিবনাসহ বেশ কিছু বিষয়ে মতের অমিল দেখা দেয়ায় আমেরিকায় থাকলেও বঙ্গ সম্মেলনে হাজির হননি শাকিব।
অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির এবারের অনুষ্ঠিত বঙ্গ সম্মেলনে পুরস্কার পেয়েছেন। তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’র জন্য এ পুরস্কার পান। রাত জাগা ফুল’ শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ সিনেমা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে । ‘আরও পুরস্কৃত হয়েছে আশনা হাবিব , নায়ক ইমন, অমিতাভ রেজাসহ অনেকে।
সম্মেলনটির শুভেচ্ছাদূত হিসেবে এ বছরের ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে এক রেস্তোরাঁয় শাকিব খানের সঙ্গে আয়োজকদের সম্মতি স্বাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে স্বাক্ষর করেছিলেন মিলন আওন। হাসানুজ্জামান সাকী সম্মেলনের বাংলাদেশ আউটরিচের পক্ষে উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান,৫২ বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গ সম্মেলন। শাকিব খান বঙ্গ সম্মেলনের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।
শাকিব খান তখন বলেছিলেন, ‘এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও আসা হয়নি নানা কারণে। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউটরিচ ব্রান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত।
অনেক বাংলাদেশিরা অংশ নিলেও শাকিব খান উপস্থিত হননি সে সম্মেলনে।
মাহফুজা ৫-৭