নুসরাত ফারিয়া অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। জয় করেছেন অসংখ্য ভক্তদের মন। শুটিং এর কারণে এবারের ঈদটা দেশের বাইরেই করতে হচ্ছে এই নায়িকাকে।
কলকাতায় আজ সকাল থেকে শুটিং শুরু করছেন রাজ চন্দ পরিচালিত ‘ভয়’ ছবির। শুটিং চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত । বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। আবার আগামী মাসে শুরু হবে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং –জানালেন নুসরাত।
এর আগে ঈদের মধ্যে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ব্যাংককে। কিন্তু রাজনৈতিক জটিলতায় বাতিল হয়ে যায় ছবিটির কাজ। দেশে ঈদ করার পরিকল্পনা করেন নুসরাত ফারিয়া। তবে তা আর হলো না। কারণ গতকালই কলকাতায় পাড়ি দিয়েছেন এই চিত্রনায়িকা।
১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ। ছবিটির শুটিং টি আগে ভারতের বিহার ও কলকাতায় হয়েছে। এতে অঙ্কুশ হাজরা ফারিয়ার বিপরীতে অভিনয় করছন।
মাহফুজা ৫জুলাই