মুন্সীগঞ্জ সিমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক- কাঠপট্টি নামক এলাকার ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে করে এ ঘটনায় ট্রলারটির কোন যাত্রী নিখোঁজ ও হতাহত হয়নি।
মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম উপজেলা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানান।
লুৎফর রহমান জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ বরিশাল থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলারটিকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌপুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। এ সময় ট্রলারটিতে থাকা ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি। তবে লঞ্চটি আটকের চেষ্টা চলছে। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার কাজ চলছে।