২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন রুশ নাগরিক

    রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার  চালিয়েছে ইউক্রেন। এতে  প্রাণ হারিয়েছেন তিনজন রুশ নাগরিক ।

    রোববার  ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডে কিয়েভের ওই হামলায় তিনজন নিহত হন এবং বেশকিছু আবাসিক ভবন ধ্বংস হয়। খবরাটি নিশ্চেত করেছে  আল-জাজিরা।

    মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ৩৯টি বাড়ি । রাশিয়ার বেসামরিক জনগণের উপর চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে  অভিযোগ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।

    বেলগোরোডের এক বাসিন্দা বলেন, ওই মিসাইল হামলায় শব্দে ভয় পেয়ে যাই এবং আতঙ্কে চিৎকার শুরু করি।  আমার বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে এক ভবনে ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানলেও আমাদের বাড়ির সব দরজা-জানালা ভেঙ্গে গুঁড়িয়ে যায়।

    প্রায় চার লাখ মানুষ বাস করেন ইউক্রেনের সীমান্তঘেঁষা রুশ ওই শহরে ।

    মাহফুজা ৪-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর