১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশে আসছে ভারতের হলদিয়া বন্দর দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছে ভারতের হলদিয়া বন্দর দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা বা  গ্যাসের একটি উপজাত। পেট্রোলিয়ামের এই অংশকে রাসায়নিক যৌগ ও ব্যবহার্য দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয় জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে । হলদিয়া ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও হলদিয়া পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে এই পণ্যটি বাংলাদেশে আসবে।

    এরই মধ্যে যাত্রা শুরু করেছে ভারত-বাংলাদেশ প্রটোকল রুট-২ দিয়ে প্রায় দুই হাজার টন ন্যাপথা নিয়ে টি সাংহাই নামের একটি কার্গো।  সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে কার্গোটির যাত্রা সূচনা করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ।

    শ্রীঘোষ বলেন, এই কার্গোটি বাংলাদেশের মংলা বন্দরে যাবে। নদীপথে খরচ কম হওয়ায় ন্যাপথা আমদানি শুরু করলো ইন্ডিয়ান অয়েল করপোরেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্থায়।  এরপর নদীপথ দিয়ে বাংলাদেশে যাবে হলদিয়া থেকে পেট্রোলিয়ামজাত বিভিন্ন পণ্য ।

    ছয়-সাতদিনের মধ্যে কার্গোটি মংলা বন্দরে পৌঁছাবে বলে জানালেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা।

    মাহফুজা ৩-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর