৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিডনিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস

    অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস । এরই মধ্যে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল এর বাসিন্দাদের  সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রোববার  মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    নিউ সাউথ ওয়েলস স্টেটের নিউক্যাসল থেকে বেটম্যানস বে পর্যন্ত পূর্ব উপকূল অঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে দেশটির আবহাওয়া বিভাগ । তাছাড়া আগামী দুইদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।

    বন্যা, ভারি বৃষ্টি ও নদী ভাঙনসহ বর্তমানে আমরা বিভিন্ন দিক থেকে বিপদের সম্মুখীন হচ্ছি বলে জানান নিউ সউথ ওয়েলসের জরুরি সেবামন্ত্রী স্টিফ কুক । এমন পরিস্থিতিতে নাগরিকদের হলিডে ভ্রমণ পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি।

    অধিকাংশ জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আবার  কিছু জায়গায়  ৩৫০ মিলিমিটার ওপরে ছাড়িয়েছে বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ।

    মাহফুজা ৩-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর