৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য

    খুলনার নগর ডিবি পুলিশ দুইটি পৃথক থানা এলাকা থেকে ইয়াবাসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ।

    শনিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে তারা সময়িক বরখাস্ত রয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতপুর রেনা ফিলিং স্টেশনে সংলগ্ন শহীদুল স্টোরের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করা হলে নগর ডিবি পুলিশ ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে ডিবি পুলিশ জানায়।

    তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিবির এসআই বিধাননচন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ৫।

    অপরদিকে সোনাডাঙ্গার ইসলামীয়া কলেজ রোড থেকে অপর দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানালেও এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ মৃধা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

    তবে ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ সোনাডাঙ্গা থেকে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন।

    তপন সিংহ বলেন, গ্রেপ্তারকৃত চার জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর