দক্ষিণ ভারতের অভিনেতা ও গায়ক ধানুশ। ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ । তিনি এবার পরিচালক অরুণ মাথেশ্বরনের সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’-এ অভিনয় করছেন । জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার ছবির পোস্টার টিজার প্রকাশ হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার হতেই না হতেই সেটি ভাইরাল হয়ে গেছে । বিগ বাজেটের এ সিনেমা নিয়ে নির্মাতারাও আশাবাদী।
‘যদিও পরিচালক অরুণ মাথেশ্বরন কয়েকটি প্রশংসিত সিনেমা তৈরি করেছেন তবে ‘ক্যাপ্টেন মিলার’ হতে যাচ্ছে অনবদ্য কিছু। বিগ বাজেটের ছবিটি অনেক ব্যবসা করবে বলে প্রত্যাশা সবার বলে জানায় ’ বলিউড হাঙ্গামা।
ধানুশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে একটি মুখোশ পরে এবং কাঁধে রাইফেল ধরে মোটরবাইকে চড়েছেন ধানুশ। ভিডিওটি এগিয়ে যায় একটি স্কেচ আকারে এবং ধীরে ধীরে প্রকাশ পায় যে ধানুশের চরিত্রটির নাম ‘ক্যাপ্টেন মিলার’। গোপন রাখা হয়েছে এ সিনেমায় আরও কে কে অভিনয় করছেন।
‘আমি আমাদের মর্যাদাপূর্ণ প্রকল্প ‘ক্যাপ্টেন মিলার’ ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের প্রোডাকশন হাউস থেকে একটি বড় পরিসরে নির্মিত সিনেমাগুলোর মধ্যে একটি হবে। সবসময়ই খুব আনন্দের বিষয় আইকনিক অভিনেতা ধানুশের সঙ্গে কাজ করা বলে জানান সত্য জ্যোতি ফিল্মসের প্রযোজক টিজি থ্যাগরাজন।
‘ক্যাপ্টেন মিলার’ মুক্তি পাবে তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায়। তবে কবে মুক্তি পাবে তা নির্মাতারা জানাননি।
মাহফুজা ৩-৭