১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের বেলগোরোদে রাশিয়ার হামলায় নিহত তিন

    ইউক্রেনের বেলগোরোদে রাশিয়ার  হামলায়  মারা গেছেন তিন জন । এ সময় হামলায় ডজনখানেক ভবন ধসে যায । স্থানীয় গভর্নর এবং আল-জাজিরা নিশ্চিত করেন বিষয়টি।

    ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, হামলায় ধ্বংস হয়েছে ১১টি অ্যাপার্টমেন্ট এবং ৩৯টি ব্যক্তিগত বাড়ি ।

    পঞ্চম মাসে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ । এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বরং  উত্তেজনা বাড়ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। গেল  ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় । দেশ দুটির টানা চার মাসের লড়াইয়ে বহু মানুষ মারা গেছেন। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। ধ্বংসযজ্ঞে পরিণত হযেছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। ইউক্রেনের বহু নাগরিক জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ।

    পশ্চিমা দেশগুলো  রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থামতে নারাজ।

    মাহফুজা ৩/৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর