১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পদ্মা সেতু উদ্বোধনের সাত দিনের মাথায় নতুন রেকর্ড

    ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু উদ্বোধনের সাত দিনের মাথায় টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে।  গতকাল শুক্রবার (১জুলাই) একদিনে টোল আদায় হয়েছে  ৩ কোটি ১৬ লাখ টাকা ৫৩ হাজার ২০০ টাকা।  যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন।

    পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে মাওয়া প্রান্তে । এছাড়া জাজিরা প্রান্তে সেতু পার হয়েছে ১২ হাজার ৫৯৬টি, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

    ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ৬টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। তবে যানচলাচলের প্রথম দিনে বিশৃঙ্খলার কারণে ২৭ জুন থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। যদি মোটরসাইকেল চলাচল করতে পারত তা হলে এ টোলের পরিমান আরো দেড়গুন বেড়ে যেত বলে মনে করেন অনেকে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর