ইতিমধ্যে ‘শমশেরা’ সিনেমাটির পোস্টার, টিজার ও ট্রেইলার দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করেছেন করন মালহোত্রা । এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন—রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, বাণী কাপুর।
যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমা নির্মাতারা আগামী ২২ জুলাই মুক্তির পরিকল্পনা করেছেন । ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা ও অভিনেত্রীরা — এ নিয়ে চলছে জোর আলোচনা।
ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানায়, ‘শমশেরা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এ জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। বাণী কাপুর পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। দারগা শুদ্ধ সিং চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। এই অভিনেতা পারিশ্রমিক নিয়েছেন ৮ কোটি রুপি।
এ সিনেমায় তুলে ধরা হবে এক ডাকাত সম্প্রদায়ের গল্প, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে । সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—আশুতোষ রানা, রনিত রায়, ত্রিধা চৌধুরী, সৌরভ শুক্লা।
মাহফুজা ১ জুলাই