পুলিশকে ব্যক্তি স্বার্থকে পিছনে ফেলে জনগনের,দেশের ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে অনুষ্ঠিত ১৬৪ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, এখন যোগ্যতার ভিত্তিতেই পুলিশে পদোন্নতি ও জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হচ্ছে। আর উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তুলতে নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করে কনস্টেবল নেয়া হয়েছে। এখানে যোগ্যরা সুযোগ পেয়েছে।এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক।