ভারতের পশ্চিম মণিপুরের নোনি জেলার একটি শহরে ভূমিধসের ঘটনায় ১২ জন মাটির নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই এলাকায় একটি বড় রেললাইন নির্মাণের কাজ চলছিল। অনেক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে জানান নোনির ডেপুটি কমিশনার হাউলিয়ানলাল গুইতে ।
তিনি আরো জানান, ইজেই নদীর গতিপথ পরিবর্তনে একটি বাঁধের মতো কাঠামো তৈরি করা হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে পরিস্থিতির অবনতি হলে ।
জেলা প্রশাসন অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য জাতীয় এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক করেন।
এক টুইটে বীরেন সিং বলেছেন, ‘ টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি ডাকা হয়েছে জরুরি সভা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চিকিৎসকদের সঙ্গে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে অভিযানে সহায়তার জন্য।
মাহফুজা ৩০