২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জাপানে এ বছর তীব্র গরম পড়েছে

    জাপানে দেড়শ বছরের মধ্যে এ বছর তীব্র গরম পড়েছে । বুধবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

    সরকারি কর্মকর্তারা সতর্কবার্তা দিয়ে বলেন তীব্র গরমের জন্য  বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের।  তবে সরকার হিটস্ট্রোক এড়াতে এখনও মানুষকে এয়ার কন্ডিশন ব্যবহার করার পরামর্শ দিচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা জানান আগামী দিনেও তাপ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন।

    হিটস্ট্রোকের ঘটনা বেড়েছে প্রচণ্ড গরমের জন্য । বুধবার অন্তত ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানায় জরুরি পরিষেবা বিভাগ।

    সাধারণত জাপানের জন্য বর্ষাকাল হিসাবে জুন মাসকে বিবেচনা করা হয়। তবে সোমবার টোকিও এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘোষণা করেছে জাপান আবহাওয়া সংস্থা-জেএমএ।  এই ঘোষণা স্বাভাবিকের চেয়ে ২২ দিন আগে এল। ১৯৫১ সালের পর দেশটিতে এবারই প্রথম বর্ষাকাল আগেভাগে শেষ হলো।

    মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর