২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জিলহজ মাসের চাঁদ মধ্যপ্রাচ্যে দেখা গেছে; আগামী ৯ জুলাই ঈদুল আজহা

    ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব । জিলহজ মাসের চাঁদ মধ্যপ্রাচ্যে দেখা গেছে। আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

    মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে । চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ  হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে এ তথ্য ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার ১ জুলাই থেকে গণনা শুরু হবে জিলহজ মাস এর। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই  ঈদুল আজহা  হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার ২ জুলাই থেকে জিলহজ মাস গণনা শুরু হবে,  ঈদ হবে ১১ জুলাই।

    জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয় ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী। মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর