২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    উইম্বলডনেও ‘অবৈধ’ শারীরিক সম্পর্কে কড়া শাস্তি থাকবে

    কাতার বিশ্বকাপ চলাকালে  কোনভাবে বিবাহ বহির্ভূত শারীরিক  সম্পর্ক করা যাবে না ।  ধরা পড়লে  সাত বছরের  জেল হতে পারে বলে জানিয়ে দিয়েছিল স্থানীয় পুলিশ।  এবার এরই ধারাবাহিকতায় উইম্বলডন শুরুর আগেও স্থানীয়রা জানিয়ে দিলো বিবাহ বহির্ভূত শারীরিক  সম্পর্ক করা যাবে না উইম্বলডন পার্ক গলফ ক্লাবে। টেনিসের এই গ্র্যান্ডস্ল্যাম দেখতে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন, কিংবা মাদক পার্টির ওপর কড়া হুঁশিয়ারিই দিয়ে বসেছেন স্থানীয় বাসিন্দারা। জানানো হয়েছে কড়া শাস্তির কথাও।

    এই নিষেধাজ্ঞা অবশ্য কাতারের মতো সামগ্রিক নয়। বরং ভেন্যুর অদূরে উইম্বলডন পার্ক গলফ ক্লাবে সীমাবদ্ধ। স্থানীয় বাসিন্দারা সম্প্রতি অভিযোগ করেছেন, প্রতিযোগিতা চলাকালে খেলা শেষ হলে রাতের দিকে গলফ ক্লাবে চলে যায় দর্শকদের একটা অংশ। সেখানে চলে তাদের ‘সুইঙ্গার্স অ্যান্ড ডগার্স’ খেলা। সোজা বাংলায় জনসম্মুখে শারীরিক সম্পর্ক ও মাদক পার্টি হয়। যা দেশটির আইন অনুযায়ী অবৈধ। সে পার্টিতে ক্ষেত্রবিশেষে রাত পেরিয়ে সকালও হয়ে যায়। আর তাতেই চটেছেন স্থানীয় বাসিন্দারা।

    এ বারের আসরে যেন এই ধরনের কিছু না ঘটে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। ইতোমধ্যে পুলিশকেও জানিয়ে দিয়েছেন তারা। উইম্বলডনের দুই সপ্তাহে গলফ ক্লাব ও তার আশপাশে টহল দেবে পুলিশ। নজর থাকবে স্থানীয়দেরও। এমন কিছু চোখে পড়লেই খবর যাবে পুলিশের কাছে, আর পেতে হবে শাস্তি।

    সেই নোটিশ ইতোমধ্যেই শোভা পাচ্ছে গলফ ক্লাবের প্রবেশ পথে। সেখানে লেখা আছে, ‘উইম্বলডনের দর্শনার্থীরা আমাদের পার্ক ও আশেপাশের এলাকায় অনুমতি ছাড়া ঢুকবেন না।  যৌন সম্পর্ক, মাদক পার্টির মতো অসামাজিক কাজ সহ্য করা হবে না। পুলিশের নজর থাকবে। দয়া করে টেনিসটাই উপভোগ করুন।’

    তবে অতীতেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেটা দর্শনার্থীদের চাপে ধোপে টেকেনি। তবে এবার পুলিশকে বিষয়টা জানানোর কারণে ফল মিলতে পারে বলে আশাবাদী স্থানীয়রা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর