হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও লাখাই উপজেলার বন্যা পরিস্থতি কিছুটা অবনতি হয়েছে। ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নে বন্যা কবলিত বানভাসিদের জন্য ২৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য চলছে আহাহার। অনকেই অভিযোগ করেছেন প্রথমদিকে কিছু ত্রাণ দেয়া হলেও এখন কেউ খোজ খবর নেয়না । আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।তবে জেলা প্রশাসক দাবী করেছেন বন্যা আক্রান্তদের সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে।
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি