৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, মুমিনুল আউট এনামুল ইন

    দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ।সেন্ট লুসিয়ার এই টেস্টে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ব্যাটিংয়েনামবে সাকিব আল হাসানবাহিনী। বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে। সাবেক অধিনায়ক মুমিনুল হকের পরিবর্তে জায়গা পেয়েছে এনামুর হক বিজয়। অন্যদিকে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে শরিফুল ইসলামের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। গুদাকেশ মোতির পরিবর্তে একাদশে এসেছেন অ্যান্ডারসন ফিলিপে।

    প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করলেও বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটে। এখন দেখার বিষয় নতুন এবং অচেনা ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে  চায় বাংলাদেশ।

    দুই দল এখন পর্যন্ত ১৯ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে চারটিতে, ওয়েস্ট ইন্ডিজের জয় ১৩ টিতে এবং দুটি টেস্ট ড্র হয়। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের বিবর্ণ ইতিহাস। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রায় ২২ বছরে ১৩৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় মাত্র ১৬টি, ড্র ১৮টি ও হার ৯৯টি। জয়ের মধ্যে আটটি আবার অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে। চারটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি করে জয় আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর