বৈশ্বিক মুদ্রাস্ফীতি কারণে পাকিস্তানে কাগজ সঙ্কট দেখা দিয়েছে । আগস্টে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বই ছাপানো যাবে না বলে সতর্ক করেছে দেশটির পেপার অ্যাসোসিয়েশন। মূল কারণ হচ্ছে দেশটিতে বর্তমান সরকারের ভুল নীতি এবং স্থানীয় কাগজ শিল্পের একচেটিয়া আধিপত্য ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানে কাগজের তীব্র সঙ্কট চলছে। কাগজের দাম আকাশচুম্বী এবং বাড়ছে দিন দিন এর দাম । প্রকাশকরা বইয়ের দাম নির্ধারণ করতে পারছে না।পাঠ্যপুস্তক ছাপতে পারবে না সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার পাঠ্যপুস্তক বোর্ড ।
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ড. কায়সার ও অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পাকিস্তান অ্যাসোসিয়েশন অব প্রিন্টিং গ্রাফিক আর্ট ইন্ডাস্ট্রি পিএপিজিএআই এবং কাগজ শিল্পের সাথে যুক্ত অন্যান্য সংস্থা বাঙ্গালির যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কাগজ সঙ্কটের কারণে বই পাওয়া যাবে না আগস্ট থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছে ।
পাকিস্তানের অর্থনৈতিক মন্দার প্রধান কারণ হচ্ছে দেশটি বিপুল অঙ্কের ঋণ নিয়েছে চীন, কাতার ও সৌদি আরব থেকে । দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১৩ বার ঋণ নিয়েছে ৩০ বছরে এর পাশাপাশি । মাঝপথে বন্ধ হয়ে গেছে অধিকাংশ ঋণ কর্মসূচি ঋণের শর্ত পূরণে ব্যর্থতার কারণে ।
মাহফুজা২৪