মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গনরোধে দ্রুত ভেরিবাঁধ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ বুধবার সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা ভাঙ্গন কবলিত এলাকায় পানগুছি নদীর তীরবর্তী সন্ন্যাসী হয়ে ঘসিয়াখালী পর্যন্ত ভাঙ্গন প্রতিরোধে কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন খাউলিয়া ও সদর ইউনিয়নের শত শত মানুষ।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলির প্রতিনিয়ত এ উপকূলীয় মানুষের জনজীবনকে করছে বিপন্ন নদীর করাল গ্রাসে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নতুন এলাকা হারাচ্ছে শত শত বিঘা ফসলী জমি বসতবাড়িঘর ও কাঁচা পাকা রাস্তাঘাট। নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষার্থে ভেরিবাঁধের কাজটি দ্রুত না হলে নদীর তীরবর্তী এলাকাগুলো নতুন করে নদী গভে বিলীন হয়ে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আশংকা করছেন গ্রামবাসী।
একই সাথে এবছর ১৯ এপ্রিল একনেকের সভায় মোরেলগঞ্জের পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলা মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুর্নঃখনন ৬৫৮ কোটি টাকা বরাদ্দ হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে অভিনন্দন জানিয়ে দ্রুত ভেরিবাঁধের কাজটি বাস্তবায়নের জোর দাবী জানান এ মানববন্ধন থেকে।