২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পীরগঞ্জে ১৫ বছর পর কৃষক রাজা মিয়া হত্যা মামলার রায়

    রংপুরের পীরগঞ্জে কৃষক রাজা মিয়া হত্যা মামলায় আদালত আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।বুধবার  বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

    দণ্ডপ্রাপ্তরা হলেন আনিসুর রহমান,  সমশের আলী, আফসার আলী আবু সায়েম, আল আমিন, শাহ আলম, বাদশা মিয়া ও আব্দুল লতিফ।

    মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ মে বিলের জমির আইলের বাঁধ তৈরী নিয়ে পীরগঞ্জ এর  হোসেনপুর গ্রামের কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোরা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মিয়ার ওপর হামলা চালায়। পরে  তাকে কুপিয়ে হত্যা করে।

    এ ঘটনায় তার বড় ভাই আনছার আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন ২৯ আসামির নাম উল্লেখ করে।

    পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় । বিভিন্ন আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারকাজ চলে ১৫ বছর ধরে । মামলায় আদালতে সাক্ষ্য দেন ৩২ জন সাক্ষী । পরে সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

    রায়ে আট আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অন্যদিকে ১৯ আসামিকে  খালাস দেওয়া হয় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ।

    রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি –এপিপি নয়নুর রহমান  ।

    মাহফুজা ২২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর