রংপুরের পীরগঞ্জে কৃষক রাজা মিয়া হত্যা মামলায় আদালত আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
দণ্ডপ্রাপ্তরা হলেন আনিসুর রহমান, সমশের আলী, আফসার আলী আবু সায়েম, আল আমিন, শাহ আলম, বাদশা মিয়া ও আব্দুল লতিফ।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ মে বিলের জমির আইলের বাঁধ তৈরী নিয়ে পীরগঞ্জ এর হোসেনপুর গ্রামের কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোরা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মিয়ার ওপর হামলা চালায়। পরে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার বড় ভাই আনছার আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন ২৯ আসামির নাম উল্লেখ করে।
পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় । বিভিন্ন আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারকাজ চলে ১৫ বছর ধরে । মামলায় আদালতে সাক্ষ্য দেন ৩২ জন সাক্ষী । পরে সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আট আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অন্যদিকে ১৯ আসামিকে খালাস দেওয়া হয় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি –এপিপি নয়নুর রহমান ।
মাহফুজা ২২