বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে একটি কাতলা মাছ যার ওজন ৩০ কেজি। । এছাড়া ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ ও ১০ কেজি ওজনের একটি বিগহেডসহ বেশ কয়েকটি বড় সাইজের মাছ ।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের নবগ্রাম রোড এলাকার শৌখিন মৎস্য শিকারি রাজিব , রাজু, আজিজ, বাপ্পি ও শিপলু খানের বড়শিতে এসব মাছ ধরা পড়ে।
রাজিব ও রাজু জানান, শখেরবশে বিভিন্ন স্থানে টিকিট কিনে বড়শি দিয়ে তারা মাছ ধরেন। সাড়ে সকাল ৮টার দিকে বড়শিতে হ্যাঁচকা টান পড়লে ছিপ তুলে দেখেন ২০ কেজি ওজনের একটি পাঙাশ। দেড় ঘণ্টা পর তাদের বড়শিতে ১২ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তাদের বড়শিতে ৩০ কেজির একটি কাতলা ধরা পড়ে।
দুর্গাসাগর দিঘির মাছের আলাদা খ্যাতি রয়েছে। দিঘির মাছ খুবই সুস্বাদু হয় বলে জানান মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস ।
মাহফুজা ২২