২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভারত রাশিয়ার কাছ থেকে মূল্য ছাড়ে কয়লা কিনছে

    কয়েক সপ্তাহ ধরে ভারত রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ মূল্য ছাড়ে কয়লা কেনা বাড়িয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক দুটি বাণিজ্যিক কোম্পানির পাওয়া সরকারি ডেটা পর্যালোচনা করে শনিবার এ  তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স ।

    ইউক্রেন আগ্রাসনের কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে রাশিয়া। গত এপ্রিলে কয়লা রপ্তানির ওপরে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছিল রাশিয়াকে ইউরোপীয় ইউনিয়ন । রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছে ভারত ।

    রয়টার্স এর তথ্য অনুসারে, এক বছরে আগের একই সময়ের থেকে বুধবার পর্যন্ত ২০ দিনের মধ্যে ছয় গুণেরও বেশি ক্রয় বেড়েছে কয়লাল।   সংশ্লিষ্ট পণ্যের ক্রয় যা অর্থের হিসাবে ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি ।

    কয়লা কেনায় দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে চালিয়ে যাওয়ার জন্য সুয়েক এজি, কেটিকে এবং সাইপ্রাসভিত্তিক কার্বো ওয়ানের মতো রাশিয়ান কয়লা ব্যবসায়ীদের অফশোর ইউনিটগুলো ।

    রয়টার্সের হিসাব অনুযায়ী, কয়লা আমদানি সম্প্রতি দ্বিগুণ বেড়েছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ।রাশিয়া থেকে তেল কেনাও অনেক বাড়িয়ে দিয়েছে ভারত। গত বুধবার পর্যন্ত ২০ দিনে ভারত গত বছরের তুলনায় ৩১ গুণ বেশি তেল কিনেছে যা ২০২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থের হিসাবে ।

    ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এর সাথে  যোগাযোগ করা হলে  কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা ।

    মাহফুজা ১৯

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর