২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কোভিড-১৯ মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে– জাতিসংঘ মহাসচিব

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন । তিনি  বলেন,  বিশ্বজুড়ে প্রায় একশ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন যারা  বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

    ‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২ : ট্রান্সফরমিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশের সময় তিনি আরও বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি। আমাদের সহজলভ্য বা পর্যাপ্ত নয় মানসিক স্বাস্থ্যসেবা । শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা।

    তিনি আরও বলেন, প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয় শুধু হতাশা ও উদ্বেগের কারণে ।

    বিশ্ব অর্থনীতিতে পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোর মধ্যে , কোভিড-১৯ মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে বলে জানান আন্তোনিও গুতেরেস।

    মাহফুজা ১৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর