বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। জেলায় তিন দিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল থেকে মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে ।
গেল ১৫ জুন ৪৩, ১৬ জুন ২৪, ১৭ জুন ১৮, ১৮ জুন সকাল ৯টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল । এছাড়া রোববারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান । পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এরই মধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও ও পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। সচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে।
বান্দরবানে বিভিন্ন জায়গায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে প্রায় ৪০ হাজারেরও অধিক পরিবার। গেল পাঁচ বছরে বান্দরবানে পাহাড় ধসে মারা যান ২১ জন।।
মাহফুজা ১৮