২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে পাকিস্থানে

    পাকিস্তান সরকার পেট্রোলের দাময়ে বাড়িয়েছে ২৩৩ রুপি। পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে দেশটিতে।

    পাকিস্তান সরকার জানায় , জ্বালানি তেলে আর ভর্তুকি দেয়ার ক্ষমতা নেই তাদের।  তাই দাম বেড়ে বৃহস্পতিবার থেকে পাকিস্তানে পেট্রল বিক্রি হচ্ছে লিটারে ২৩৩ দশমিক ৮৯ রুপি দরে। ডিজেল প্রতি লিটার ২৬৩ রুপি ৩১ পয়সা আর কেরোসিন তেল বিক্রি হচ্ছে ২১১ রুপি ৪৩ পয়সায়।

    পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এবং পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দাক মালিক এই দাম বাড়ানোর  ঘোষণা দেন। তারা  জানান, ইমরান খানের সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল ভর্তুকির ভার সরকারের কাঁধে নিয়ে । সেই ভার আর বইতে পারছে না বর্তমান সরকার।

    পাক অর্থমন্ত্রী জানান  পাকিস্তান দীর্ঘ দিন ধরে লিটার প্রতি পেট্রলে ২৪ রুপি ০৩ পয়সা, ডিজেলে ৫৯ রুপি ১৬ পয়সা, কেরোসিনে ৩৯ রুপি ৪৯ পয়সা এবং লাইট ডিজেল অয়েলে ৩৯ রুপি ১৬ পয়সা দামে বিক্রি হচ্ছিল । মে মাসে ১২ হাজার কোটি রুপি বেড়ে হয়েছে এই ক্ষতির পরিমাণ।  এর তিন ভাগের এক ভাগ খরচ হয় সরকার চালাতে।

    মাহফুজা ১৭

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর