২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মুক্তির অপেক্ষায় ‘অপারেশন সুন্দরবন

    সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষীত সিনেমা এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের ‘অপারেশন সুন্দরবন’। দিন গুনছেন দেখার অপেক্ষায় রোমাঞ্চ ও অ্যাকশন প্রেমী দর্শকরা । আছেন কলকাতার মিষ্টি মেয়ে দর্শনা বণিকও।

    সিনেমার মুক্তির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পরিচালক ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর জানান, জরুরি একটা মিটিংয়ে থাকার কারণে সিনেমার মুক্তির ব্যাপারে কথা বলতে পারছেন না এ মুহূর্তে।

    শোনা গিয়েছিল  কোরবানি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। করোনার বাগড়ায় সে আর হয়নি দুই দুবার মুক্তির দিনক্ষণ ঠিক করেও । সর্বশেষ ঈদের পর সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে, এমন পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান । সুতারাং মুক্তির সম্ভাবনা নেই আগামী ঈদে ‘অপারেশন সুন্দরবন’ ।

    ইভ্যালি নানা অনিয়মে শাস্তির মুখে থাকায় অপারেশন সুন্দরবন’র টিম তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে ‘ নতুন স্পন্সর হিসেবে দেখা যেতে পারে নতুন প্রতিষ্ঠান ‘ফরচুন বরিশাল’র নাম । ‘

    ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিজার প্রকাশনা অনুষ্ঠান করা হয়। ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’- এমন সংলাপ দেখে অনুষ্ঠানে আসা অতিথিরা ওঠেন চমকে ছবির টিজারে। অন্য রকম এক সুন্দরবনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে সবাই মত ।

    অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ একঝাঁকা তারকা শিল্পী।

    মাহফুজা ১৬

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর