গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে ।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি রাজেন্দ্রপুরে লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।