২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে বিবিসির তিন সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া

    রাশিয়া ইউক্রেন নিয়ে ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে । নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। তারা প্রত্যেকে প্রতিবেদন তৈরি করেছেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে ।

    বিবিসি জানিয়েছে, রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। শীর্ষ ২৯ ব্যক্তির ওই তালিকায় বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ছাড়াও ২০ জন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আছেন ।

    সংবাদ মাধ্যমটি ‘স্বাধীন এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’ বলে জানায় বিবিসি। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকদেরও । অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পক্ষপাতমূলক খবর প্রচার করে রুশ ফোবিয়াকে ব্রিটিশরা উসকে দিচ্ছে। তারা ইচ্ছাকৃত মিথ্যা ও একতরফা তথ্য প্রচারে জড়িত ইউক্রেন যুদ্ধ নিয়ে।

    রাশিয়া কখনোই চায়নি, তার সীমান্তবর্তী দেশগুলো ন্যাটোর সদস্য হোক। কিন্তু ন্যাটোর সদস্য করা হয়েছে পোল্যান্ড ও বাল্টিক দেশকে । মার্কিন নেতৃত্বাধীন জোটটি   রাশিয়ার কোনো অসন্তোষ আমলে নেয়নি । এর জন্য গেল  ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ।

    মাহফুজা ১৫

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর