শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর মাদক মামলায় জামিন পেয়েছেন । সোমবার রাতে শ্রদ্ধা কাপুরের ভাই জামিনে ছাড়া পান। তবে তাকে থানায় হাজিরা দিতে হবে পুলিশ তলব করলেই। বেঙ্গালুরু সিটির পূর্ব বিভাগের ডিসিপি ড. ভীমশঙ্কর এস. গুলেদ বার্তা সংস্থা এএনআই-কে এই তথ্য জানান।
গত রোববার রাতে একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সিদ্ধান্তসহ চারজনকে আটক করে বেঙ্গালুরু পুলিশ। ড. ভীমশঙ্কর এস. গুলেদ বলেন, ‘আটককৃতরা মাদক নিয়েছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করানো হলে তাতে সিদ্ধান্তের রিপোর্ট পজিটিভ আসে।
অভিনেতা শক্তি কাপুর যদিও ছেলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন।
বাবা ও বোনের মতো অভিনয় করেন সিদ্ধান্ত । ‘ভৌকাল’ ওয়েব সিরিজে তাকে দেখা গেছে অভিনয়ে। এছাড়া ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সিদ্ধান্ত ‘ভাগাম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় ।
এর আগে ২০২০ সালে মাদক বিতর্কে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কাপুরের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক বিরোধী সংস্থা এনসিবি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর এই অভিনেত্রী অব্যাহতি পান ।
মাহফুজা ১৪