নীলফামারী ডিমলায় তিস্তা সেচ ক্যানেল থেকে উদ্ধার করা হয়েছে শাহীন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ । নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে ।
সোমবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেলা ৩টার দিকে ছয় বন্ধু মিলে ক্যানেলে গোসল করতে নামে।
শাহীন উপজেলার নাউতারা বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। সে নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিস্তা সেচ প্রকল্পের নালায় ছয় জন বন্ধু মিলে গোসল করতে নামে। গোসলের সময় ব্রিজ থেকে ছয় বন্ধু একসাথে লাফ দেয় পানিতে। পাঁচ জন সাঁতরে উপড়ে আসলেও শাহীন তলিয়ে যায়।
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি বলেন, নিখোঁজের পর এলাকাবাসী ক্যানেলে নেমে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। রংপুর থেকে একটি ডুবুরি দল এসে শাহীনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।