৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    করোনা সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্যমন্ত্রী বললেন সবাই সতর্ক থাকুন

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন , দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে, সবাইকে এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে।

    সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

    মন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হত। কিন্তু গতকাল (রোববার) দেখেছি, ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর