২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শক্তি কাপুরের ছেলেকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ

    অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে  মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ । রোববার  রাতে,  ভারতের ব্যাঙ্গালুরুর একটি মাদক পার্টি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়,  স্টারকিড সিদ্ধান্ত কাপুর মাদকাসক্ত অবস্থায়ই ধরা পড়েন । এ সময়  গ্রেফতার করা হয়েছে আরও পাঁচজনকে । মাদক পার্টি থেকে তাদের ব্যাঙ্গালুরুর উলসুর পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

    জানা যায়, সিদ্ধান্ত মাদক পার্টিতে ডিস্কো জকি হিসেবে ছিলেন । পার্টিতে থাকা ৩৫ জনের রক্তের নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে পাওয়া যায় মাদকের অস্তিত্ব। তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসটেন্স ধারায় মামলা করেছে ব্যাঙ্গালুরুর পুলিশ।

    এদিকে শক্তি কাপুর নিজের ছেলেকে নির্দোষ দাবি করছেন।  সিদ্ধান্ত এমন কাজ করতেই পারে না বলে জানান তিনি । সিদ্ধান্তকে গ্রেফতার নয়, আটক করা হয়েছে বলে দাবি করছেন শক্তি কাপুর।

    মাহফুজা ১৩

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর