৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পদ্মা সেতুতে জ্বলে উঠল মাওয়া প্রান্তের ২০৭টি বাতি

    এবার সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পদ্মা সেতুর সড়কবাতি জ্বালানো  হলো । সোমবার বিকেল সাড়ে ৫টায় মাওয়া প্রান্তে জ্বালানো  হয় ২০৭টি বাতি।  এই প্রথম  মাওয়া প্রান্তের সবকটি ল্যাম্প পোস্টে বাতি জ্বললো । এ তথ্য নিশ্চিত করেছেন  পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের ।

    নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির দেয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম ২০৭টি ল্যাম্প পোস্টে বাতি জ্বালানো হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে আলো জ্বালানো হয়েছিল।

    রাতে  সড়কবাতির ঝলকে আলোকিত হয়ে ওঠে মূল সেতুর অর্ধেক অংশ।  ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে বাতি রয়েছে ৪১৫টি। দুপাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০ বাতি।

    গত বছরের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের লৌহজং এর মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয় যার কাজ  শেষ হয়   এ বছরের ১৮ এপ্রিল । গেল  ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো  হয়। সড়কবাতি ছাড়াও বর্তমানে শেষ পর্যায়ের অন্যান্য কাজের মধ্যে রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেটের কাজ ।

    আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পরদিন ২৬ জুন  ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু।

    মাহফুজা ১৩

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর