ফায়ার ফাইটার গাউসুল আজম (২২) নামে আরও একজন চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মারা গেছেন।
শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গাউসুল আজম নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে। নিহতদের মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিস কর্মী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন গাউসুল আজমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিলো। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এছাড়া, ফায়ার সার্ভিসের আরেক কর্মী ফায়ার ফাইটার রবিন মিয়া (২২)ও কন্টিনার চালক নজরুল ইসলাম মণ্ডল (৩৮) আইসিই ‘তে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ২০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।